Dr. Neem on Daraz
Victory Day

মালয়েশিয়ায়  বিক্রি হচ্ছে বাংলাদেশের আলু ও পটোল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২০, ২০২১, ০৭:২৭ পিএম
মালয়েশিয়ায়  বিক্রি হচ্ছে বাংলাদেশের আলু ও পটোল

সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের কৃষিপণ্য আলু ও পটোল বিক্রি হচ্ছে মালয়েশিয়ার বৃহৎ মল লুলুতে। মলে সাজিয়ে রাখা হয়েছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সবজি-ফল। 

সব দেশের পতাকাসংবলিত সবজি ও ফলের দাম আটানো হয়েছে। বাংলাদেশের আলু কেজিপ্রতি দাম লেখা রয়েছে ১.৯৯ রিঙ্গিত এবং পটোলের কেজিপ্রতি দাম লেখা রয়েছে ১২.৯৯ রিঙ্গিত।

 বৃহৎ মল লুলুতে দেখা গেছে, ক্রেতাদের বাংলাদেশের আলু ও পটোলের প্রতি চাহিদা। কয়েকজন ক্রেতা বাংলাদেশের স্টিকারসংবলিত আলু ও পটোল ২ কেজি, ৫ কেজি করে কিনে নিচ্ছেন। 

এক ক্রেতা প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশি সবজি তার খুব পছন্দ। তাই সবসময় এ ক্রেতা তার পছন্দের সবজি কিনেন। 

মালয়েশিয়ার মেলাকার, সিতি নুরাইনি থাকেন কুয়ালালামপুর শহরে। চলমান বিধিনিষেধের কারণে একসঙ্গে প্রচুর সওদা কিনেছেন। এর মধ্যে তালিকায় তার পছন্দের সবজি আলু ও পটোল।  অন্যান্য দেশের এ আইটেম থাকলেও দেখা গেল কিনেছেন বাংলাদেশের আলু ও পটোল।  প্রশ্ন করা হলে সিতি বলেন, বাংলাদেশের আলু তার পছন্দ। 

লুলুতে কাজ করেন প্রায় ১৩ থেকে ২০ বাংলাদেশি। টাঙ্গাইলের শফিক দুই বছর ধরে লুলুতে কাজ করছেন। শফিক জানান, আমাদের দেশের সবজির ব্যাপক চাহিদা রয়েছে এখানে। দুই বছর ধরেই দেখে আসছি ক্রেতারা কিনে নিচ্ছেন আমাদের দেশের সবজি। দেশের সবজি বিদেশের মাঠিতে বিক্রি হচ্ছে এটিই তার আনন্দ। 

এদিকে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক উৎপাদিত আলু চলতি বছর মালয়েশিয়ায় রপ্তানি শুরু করে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে